রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাস্ট্রের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ্যর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিখিল রঞ্জন সাহা, প্রলয় কান্তি সমাদ্দার, বর্তমান প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্র, সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সিনিয়র শিক্ষক উত্তম কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি আনোয়ার হোসেন পান্নু, সাধারণ সম্পাদক প্রভাষ কুমার শীল, সদস্য মোঃ রেজাউল করিম, শাহাবুদ্দীন শেখ, ফিরোজ বিশ^াস, আজমির, কাজী ওহিদুজ্জামান রিপু, পলাশ খান, কবির হোসেন, সৈয়দ ইমরুল, ইলিয়াস শেখ, জুনাইব শেখ প্রমুখ।
সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সালে গঠিত ‘চালিতাতলা সম্মিলনী বন্ধু কল্যাণ ট্রাষ্ট’। সংগঠনটি এলাকার অসহায়, গরীব ও দুঃস্থ্যদের স্বাস্থ্য সেবা, শিক্ষা, শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
0 মন্তব্যসমূহ