মামুন মোল্লা,খানজাহান আলী প্রতিনিধি
খুলনা নগরীর খানজাহান আলী থানা দিন ১ নং আটরা ইউনিয়ন পরিষদ উদ্যোগে ও গাজী মেডিকেল কলেজ হসপিটাল এর সহযোগীতায় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে ৮ই জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে গাজী মেডিকেল কলেজ এর একদল দক্ষ ডাক্তার মেডিসিন ,সার্জারি, গাইনী,নাক কান গলা, অর্থোপেডিক ,শিশু ,চক্ষু বিষয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।এক শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।১ নংআটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলামের সভাপতিত্বে এ ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আলহাজ্ব শেখ আকরাম হোসেন চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ ,প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাক্তার গাজী মিজানুর রহমান চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গাজী মেডিকেল কলেজ হসপিটাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার বঙ্গ কামাল বসু অধ্যক্ষ গাজী মেডিকেল কলেজ হাসপাতাল,স ম রেজোয়ান আলী মহানগর আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার, কাজী আজাদুর রহমান হীরক,শেখ আব্দুস সালাম ইউপি সদস্য, মোল্লা সোহরাব হোসেন ইউপি সদস্য, মোড়ল মজিবুর রহমান সভাপতি খানজাহান আলী থানা প্রেসক্লাব, শেখ আসলাম হোসেন সাধারণ সম্পাদক খানজাহান আলী থানা প্রেসক্লাব , সহ খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে শেখ আকরাম হোসেন বলেন ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করা হবে এবং তিনি গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যানকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করায় সাধুবাদ জানান । প্রধান অতিথির বক্তব্যে নড়াইল এর কৃতি সন্তান ডাক্তার গাজী মিজানুর রহমান বলেন খুলনা শহরের বিভিন্ন এলাকায় এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম অব্যাহত থাকবে ও গাজী মেডিকেল কলেজ হসপিটাল এ সর্বনিম্ন খরচে সর্বোত্তম স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
0 মন্তব্যসমূহ