মেহেদী হাসান, উপজেলা প্রতিনিধি(নালিতাবাড়ী)
বাংলাদেশ টেলিভিশন সংগীত শিল্পী নির্বাচনী পরীক্ষা ২০১৯ এর চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়ে লোকসংগীত শিল্পীদের মাঝে জায়গা করে নিলেন নালিতাবাড়ীর শিল্পী হাসনা হেনা। যিনি এর আগে চ্যানেল নাইন এ পাওয়ার ভয়েজে সুনাম অর্জন করে ছিলেন।তার বাবার অনুপ্রেরণায় শিল্পী জগতে তার পদার্পন।সে বিটিভির লোকশিল্পী বিভাগের গ শ্রেণীতে উত্তীর্ণ হলেন এবার।
এ ব্যাপারে শিল্পী হাসনা হেনার কাছে তার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,এটি একটি সম্মানের ব্যাপার আমার জন্য, যে আমি বাংলাদেশের বাংলা ভাষার প্রথম সরকারি চ্যানেল বিটিভিতে লোকসংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছি। তিনি আরো তার বাবাকে উদ্দেশ্য করে বলেন, আব্বু তোমার এই ইচ্ছাটা এবার পূরণ হয়েছে।
এরই মধ্যে এই খবর জানার পরপরই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছায় ভাসছেন পাওয়ার ভয়েজ খ্যাত শিল্পী হাসনা হেনা।
0 মন্তব্যসমূহ