নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার পূর্ব রূপসা পুরাতন রেল স্টেশন এলাকায় রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার অবৈধ ভাবে দখলদারদের বিরুদ্ধে আজ ২৮ শে ডিশেম্বর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে দখলদারদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেন, এছাড়া ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। খবরে জানা যায় পূর্ব রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় এলাকার কতিপয় প্রভাবশালী মহল জায়গা দখল করে ইটের গোলা, বাড়ি নির্মান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরী করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিল। এ কারনে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে রেলের জায়গায় ইট এবং খোয়ার ব্যবসা করার অপরাধে সেলিম মোল্লাকে ১০ হাজার টাকা, লিপন কে ১০ হাজার টাকা, আ: সালেক কে ৫ হাজার টাকা সহ মোট অর্ধলক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। অবৈধ ভাবে নির্মিত দোকানদার হুমায়ুন ও মিলনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।এছাড়াও ভ্রাম্যমান আদালত অবৈধ দখলদের বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল সহ শত শত জনগন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত এ সময় বৈধ্য ভাবে রেল কর্তৃপক্ষে কাছ থেকে বন্দোবস্ত সংগ্রহের জন্য ১৫ দিনের সময় প্রদান করেন।
0 মন্তব্যসমূহ