মানবসেবায় যেন হাজি আব্দুল জব্বারের একমাত্র ব্রত।
মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রতিনিধি, রুপসাঞ্চল
আলহাজ্ব শেখ মুহাম্মদ আব্দুল জব্বার, রুপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একটি ভরসা, ভালোবাসা ও শ্রদ্ধার নাম।
ব্যাক্তিগত জীবনে আব্দুল জব্বার সবসময় সবসময় মানুষের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছে। এই মহামারী করোনার প্রকট যখন বিশ্বকে স্তম্ভিত ও নিঃশেষ করার উপক্রম, তখন থেমে নেই তার মানবসেবার এই মহৎ উদ্দেশ্য। সূদুর প্রবাসে অবস্থান করে নিজ অর্থায়নে দাঁড়িয়েছেন অসহায় ও বঞ্চিত মানুষের পাশে। মহামারীর শুরু থেকেই তিনি অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের কাছে তার ত্রান বিতরণ করেন। ঘাটভোগ ইউনিয়ন ছাড়াও বিভিন্ন স্থানে সহায়তা করেন। ইউনিয়নের মসজিদ ও সামাজিক অনুষ্ঠানে বিনামূল্যে মাস্ক বিতরন করেন।আলহাজ্ব শেখ মোঃআব্দুল জব্বার প্রচার প্রচারনায় বিমুখ , রূপসাঞ্চলের এক জরিপে আলোচনায় উঠেন শেখ মোঃআব্দুল জব্বার
শুধুমাত্র সমাজসেবক হিসেবে আত্মপ্রকাশ নয়, বরং ক্রীড়াঙ্গনেও যেন তার উৎসাহের কমতি নেই। আলাইপুর, আন্দনগর ও আশপাশের গ্ৰামে খেলোয়ার ও বিভিন্ন সংঘঠণে বল, ফুটবল ও জার্সি সহ বিভিন্ন খেলা সামগ্ৰী বিতরণ করে আসছেন।
0 মন্তব্যসমূহ