সনত চক্রবর্তী, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কালিনগর ময়রার মাঠে রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জঙ্গীবাদ ও সাম্প্রাদায়িকতা বিরোধী সমাবেশ, গণ জামায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবর রহমান নিক্সন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন জংগীবাদের স্থান নেই।ভাস্কর্য ইস্যুতে কোন সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবেনা।কোন অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে তার দাত ভাংগা জবাব দেওয়া হবে।
যুবলীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলে।কেউ সেই যুবলীগে বিভেদ সৃষ্টি করতে চাইলে সফল হবেনা।আমি আজ দেখে গেলাম।অনেক কিছুই বুঝতে পারলাম।সাবধান হয়ে যান।
বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব মোস্তাফিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজাহারুল ইসলাম , অর্থ সম্পাদক শাহাদত হোসেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক একে এম আজিম, উত্তর মহানগর আ'লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, বোয়ালমারী চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু।
0 মন্তব্যসমূহ