শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. নিজস্ব প্রতিনিধিঃ
সকল প্রসংশা সেই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সকল সময় প্রিয় বান্দার জন্য অপরিসীম নেওয়ামতের ভান্ডার খুলে রেখেছেন।দোয়াঃ দোয়া শব্দের অর্থ হলো চাওয়া, বা দোয়া শব্দের শাব্দিক অর্থ হলো কোন কিছু প্রয়োজন মনে করে পাওয়ার আকাংক্ষা নিয়ে চাওয়া হলো দোয়া, মানুষের জীবনের জন্য পানি যতটুকু প্রয়োজন তাঁর চেয়ে বেশী প্রয়োজন হলো আল্লাহর কাছে মহান আল্লাহর ইবাদত এর মাধ্যমে চাওয়া বা দোয়া করা।
মহান আল্লাহর রহমত সহ পরিপূর্ণ সুস্থতা কামনা করাই হলো দোয়া, যে হে আমার পালনকর্তা আপনি আমাকে আপনার রহমত ও বরকত দিয়ে আমাকে পরিপূর্ণ ইসলামের পথে প্রতিষ্ঠিত করুন এমন চাওয়ার নাম হলো দোয়া, বা প্রিয় মানুষ যেমন পিতা, মাতা, ভাই, বোন আত্মীয় স্বজনদের কাছে পার্থিব জীবনে কিছু পাওয়ার আকাংক্ষা নিয়ে দোয়া চাওয়া।
দোয়া চাওয়া কোন অপরাধ বা গোনাহের কাজ নয়, এবং অধিকতর পাওয়ার জন্য দোয়া করা হয়, যেমন মহান আল্লাহর রাসুল.(সঃ) দোয়া করতেন হে আল্লাহ আমার প্রিয় উম্মতদের কে আপনি মাফ করে দিন, আমরা যেমন দোয়া করে থাকি হে আল্লাহ আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের পরিপূর্ণ সুস্থতা করে দিন বা আমাদের পিতা মাতা সহ সকল আত্মীয় স্বজনদের আপনি মাফ করে দিন এটার নাম হলো দোয়া, প্রিয় নবী হযরত মোহাম্মদ.(সঃ) বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও বা দোয়া করো তোমাদের জন্য আল্লাহর রহমতের দোয়ার সকল সময় খোলা রয়েছে, তোমাদের চায়তে দেরী হলেও মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দার দোয়া কবুল করতে সময় লাগেনা কারণ, আল্লাহ অধিকতর ভালোবাসা দিয়েই মানবজাতিকে সৃষ্টি করছেন, তাহলে উক্ত বানী দিয়েই বোঝা যায় যে মহান আল্লাহর কাছে দোয়া করা বা চাওয়া বা প্রিয় মানুষের জন্য দোয়া করা কোন প্রকার গোনাহের কাজ নয়, বরং দোয়ায় হলো মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
0 মন্তব্যসমূহ