ফাল্গুন,
প্রতি বছর আসে আবার চলেও যায়।
রেখে যায় শুধু মনের ভেতরে চাপা আগুন, সাথে কিছু ভালো লাগাও।
ভাই হারানো বেদনাটা আরো তীব্র আকারে ভাসে।
মনে ভাসে সেদিনের সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা।
আহা!
সেদিনের পিচ ঢালা পথটায় কতইনা কাহিনী ঘটে গেল।
কাঁদানে গ্যাস ছুড়েও না পেরে উঠা পালিত পশুর দল স্বার্থপরের মত বন্দুকের গুলি ছুড়ে ঝাঁজরা করে দিল ভায়েদের বুক।
রক্তে রঞ্জিত রাজপথ !!
শহীদ হয়েছে আমার ভাই।
তারা কি জানে ?? শুধু রাজপথই নয় সেদিনের রক্তের ছুয়া লেগেছিল সারাটা বিশ্বে।
শহীদ মিনারে ভায়েরা আজও অমর আজও অক্ষয় ।
ভায়েরা শহীদ হয়েছে, তবে রক্তের লাল কালি দিয়ে লিখে রেখে গেছে ,বাংলা
আমার মাতৃভাষা।
ভালো লাগার অংশ থেকে আরো বলা যেতে পারে......
শহীদ ভায়েদের কারণেই ফাল্গুন মাসের ৮ তারিখে স্মরণীয় ভাবে পালিত হয় ২টি দিবস।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা(সারাবিশ্বে)।
কিছূ কষ্টের হলেও,,,,,,,
এটা আমার গর্ব, আমার অহংকার।
0 মন্তব্যসমূহ