রাজন সরদার,
বাগেরহাট (বিশেষ)জেলা প্রতিনিধি :
দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনায় চিকিৎসা শেষে মোংলায় পৌঁছেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।
শুক্রবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় তিনি মোংলায় পৌঁছলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। শেখ কামরুজ্জামান জসিম দুই সপ্তাহ আগে তীব্র জ্বর-সর্দি-কাঁশিতে আক্রান্ত হয়ে খুলনার ডক্টরস পয়েন্টে ভর্তি হন।
গত ২৪ সেপ্টেম্বর সিটি স্ক্যান’র মাধ্যমে তার করোনা পজেটিভ আসে। তারপর থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
করোনাকালে মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। সবার ভালবাসার সেই মানুষটিই করোনার সাথে যুদ্ধ করে অবশেষে ফিরে এলেন নিজ জন্মস্থান মোংলায়। হাজারো মানুষের ভালোবাসায় অভিষিক্ত হলেন তিনি। জানতে চাইলে শেখ কামরুজ্জামান জসিম বলেন, জীবনের এই সময়টাতে এসে বুঝেছি, একা থাকার নামই জীবন নয়, সবাইকে নিয়ে বেঁচে থাকার নামই জীবন।
0 মন্তব্যসমূহ