চলে যেতে চাও তবে পিছে ফিরে তাকিওনা...
স্মৃতির মায়া জাল কাটিয়ে উঠতে পারবে না.
কারন আমি যে শুধুই মায়াজাল.
যাকে বাস্তবতার কুঠোঁরে আঁকড়ে ধরেছে,যা চলে যা তুই!!!!
হাজার ও কারণে ফিরিয়ে আমায় আটকে রাখতে চাওনি.
তাই বলে দোষারোপ করিনা তোকে,
তবে ডুবিয়ে যাকে ভেসে আছো সমুদ্রেরই মাঝে.
খুঁজেব একদিন তাঁকেই তুমি তোমার সকাল সাঝেঁ,
দিন এর পর দিন চলে যাবে বুকের কষ্ট গুলো উপচে উঠবে,তোমার আমার দেখা হবে না.
আঁধারের স্পর্শে আমিও হবো বিলীন.........!
_সুলতানা নাসরিন
0 মন্তব্যসমূহ