সাইফ মাহমুদ, বরগুনা প্রতিনিধিঃ
উল্কাপাতকে মহাজাগতিক আতশবাজি বলা হয়ে থাকে। বছরের বিভিন্ন সময়ে রাতের আকাশে আমরা নানা রকম উড়ন্ত আলোক ছটা দেখতে পাই। মনে হয় যেন আকাশ থেকে তারা খসে পড়ছে! অন্ধকার গভীর রাতে খোলা আকাশের দিকে তাকালে এই জ্বলন্ত সৌন্দর্য্য আমাদের মুগ্ধ করে। ভাললাগার পাশাপাশি এগুলো আমাদের মনে রহস্যেরও জন্ম দেয়।
বরগুনা সাইন্স সোসাইটির আয়োজনে গত ২০অক্টোবর,২০২০ প্রথমবারের মতো বরগুনাতে উল্কাপতন পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি বরগুনা শহরের বড় একটি স্থাপনা আরডিএফ টাওয়ার এ, সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৫ মিটার উচ্চতায় স্থাপন করা হয়। এতে বরগুনা সাইন্স সোসাইটির ৭ সদস্য বিশিষ্ট দল (আকিল আহমেদ ,গোলাম রাব্বী, সাইফ মাহমুদ, রাইতুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, সাফায়েত ইসলাম, আবিদ হাসান) কে পর্যবেক্ষণ এর দিকনির্দেশনা দেন সাইফুল ইসলাম রাকিব (বিভাগীয় প্রধান,পদার্থ বিজ্ঞান বিভাগ, বরগুনা সরকারি কলেজ)।এছাড়াও জনাব আল-মামুন, জুলফিকার আমিন বাবু, রিয়াজ মাহমুদ, ফকরুল রনি ও মোঃ জাহাঙ্গীর হোসেন এর দিক-নির্দেশনায় উল্কাপতন গুলো গণনা করা হয়। রাত ১০:৩০ টা থেকে ভোর ০৫:২০ ঘটিকা পর্যন্ত পরর্যবেক্ষণ কার্যক্রম চলমান থাকে। এই সময়ে বরগুনা সাইন্স সোসাইটি ২৯ টি উল্কাপতন পর্যবেক্ষণ করে।
প্রথম ১০:৫০ ঘটিকায় পূর্ব-দক্ষিণ আকাশে উপর থেকে নিচ দিকে একটি উজ্জ্বল উল্কাপতন পর্যবেক্ষণ করা হয় এবং সর্বশেষ ০৪:৩৭ ঘটিকায় পূর্ব আকাশে দক্ষিণ থেকে উত্তর দিকে ধীরে ধীরে আনুমানিক ৬-৮ সেকেন্ড সময় ধরে একটি উল্কার পতন পর্যবেক্ষণ করা হয়। উল্কাপতন পর্যবেক্ষণকে তরান্বিত করার জন্য টেলিস্কোপ ও বায়নোকুলার ব্যবহার করতে সহায়তা করেন জনাব,সাইফুল ইসলাম রাকিব।
গত ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই উল্কাপাত দেখা গেলেও ২০ ও ২১ অক্টোবর সর্বোচ্চ পরিমাণ উল্কা পাত পর্যবেক্ষণ করা যায়। তাই এই দুই দিনকে পিক ডে বলা হয়। প্রতি বছর এই নির্দিষ্ট দিনে আমাদের অতি পরিচিত কালপুরুষ(Orion) নক্ষত্রমন্ডলিতে এই উল্কাপাত হয়ে থাকে। যাকে Orionids বলা হয়। প্রতি বছরই কালপুরুষ মন্ডলিতে উল্কাপাত হয় বলে Orionid annual meteor shower বলা হয়।
২০ ও ২১ তারিখ রাতে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই উল্কাপাত পর্যবেক্ষণ করা যাবে। তবে ২১ তারিখ পিক ডে থাকবে। যারা একদম কালপুরুষ দেখে চিনতে পারবেন না তাঁরা Sky Map নামের একটি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে মোবাইলে Gyroscope সেন্সর থাকলে অ্যাপের সার্চ বক্সে গিয়ে Orion অথবা Orionids লিখে সার্চ করলে অ্যাপের নির্দেশনা অনুযায়ী সহজেই বের করে ফেলতে পারবেন।
.
উল্কাপাত পর্যবেক্ষণের জন্য যেখানে আলো দূষণ কম এমন একটি স্থান নির্বাচন করতে হবে। যেহেতু গভীর রাতে আলা কম থাকে সেক্ষেত্রে শহরের বাসার ছাদে বসেও পর্যবেক্ষণ করা যায়। তবে প্রত্যন্ত গ্রামের খোলা জায়গা অথবা নদীর তীর পর্যবেক্ষণের জন্য উত্তম স্থান। একনাগারে কালপুরুষের দিকে তাকিয়ে থাকতে হবে বিধায় আকাশের অভিমুখে মাটিতে শুয়ে ভাল পর্যবেক্ষণ করতে পারা যায়। অনেক সময় চাঁদের আলো বেশি থাকার কারণে ছোট ছোট উল্কাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হয়না। আকাশে কুয়াশা কিংবা মেঘ থাকলেও উল্কা পর্যবেক্ষণ করা সম্ভব হয়না। সর্বোপরি যেকোনো মহাজাগতিক পর্যবেক্ষণে অনুকূল আবহাওয়া আবশ্যক।
0 মন্তব্যসমূহ