রুকাইয়া সুলতানা তিশা,স্টাফ রিপোর্টারঃ
ফেসবুক এমন বিষয়বস্তু নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যা হলোকাস্ট অস্বীকার বা বিকৃত করে। নীতিমালায় কীভাবে বিঘ্নিত শ্রেণির পোস্টগুলি পরিচালনা করা যায় তার বিপরীতে চিহ্নিত করা হয়েছে, যা সিইও মার্ক জুকারবার্গ একবার বলেছিলেন, প্ল্যাটফর্মে মিথ্যা হওয়া সত্ত্বেও তাদের ব্লক করা উচিত নয়।
সোমবার এক বিবৃতিতে ফেসবুকের কনটেন্ট পলিসির ভিপি মনিকা বিকার্ট জানিয়েছেন, এই জাতীয় সামগ্রী নিষিদ্ধ করতে সংস্থাটি তার ঘৃণ্য বক্তৃতা নীতি আপডেট করেছে।
0 মন্তব্যসমূহ