তাসনিম,স্টাফ রিপোর্টার:
শান্তিতে ১০১তম নোবেল পুরস্কার পেতে চলেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP.এ বছর শান্তিতে নোবেলের জন্য বিবেচনায় ছিলেন ৩১৮টি ব্যক্তি ও প্রতিষ্ঠান।তাদের মধ্য থেকে এই স্বীকৃতির জন্য নির্বাচিত হয়েছে WFP.শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন নোবেল কমিটির প্রধান বেরিট রিয়েস অ্যান্ডারসন।গত কয়েক বছর ধরে খাদ্য অনিশ্চয়তায় রয়েছেন বিশ্বের ৮০টি দেশের কয়েক লক্ষ মানুষ।তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে WFP.ইয়েমেন,কংগো,নাইজেরিয়া,দক্ষিণ সুদানসহ অনেকগুলো দেশে একসাথে সংস্থাটির কর্মীরা সাহসের সাথে কাজ করে যাচ্ছেন।করোনার কারণে সৃষ্ট খাদ্য সংকট নিরসনেও কাজ করছেন তারা।তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাপারটিতে বিস্মিত বলে জানিয়েছে WFP.এই স্বীকৃতি ভবিষ্যতে আরো উৎসাহ দেবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এর আগে গতবছর শান্তিতে নোবেল পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।তিনিও যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এ স্বীকৃতি অর্জন করেন।
0 মন্তব্যসমূহ