Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মুজিব মানে ?

 

  নাহিদ জামান


মুজিব মানে?
১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি।
মুজিব মানে?
ছাত্রলীগ।
মুজিব মানে?
আওয়ামীলীগ।
মুজিব মানে?
৫২ এর ভাষা আন্দলন।
মুজিব মানে?
৬৯ এর গনঅভুত্থান।
মুজিব মানে?
৭০ এর নির্বাচন।
মুজিব মানে?
৭ই মার্চের উত্তাল ভাষন।
মুজিব মানে?
সাড়ে সাত কোটি মানুষ কে, একত্রিত করা।
মুজিব মানে?
৭ই মার্চের ভাষনের মাধ্যমে স্বাধীনতার ঘোষনা দেওয়া।
মুজিব মানে?
পাকিস্তানি কারাগারে জুলুম অত্যাচার সর্য্য করেও আপস না করা।
মুজিব মানে?
৭১এর২৫ মার্চ হতে ১৬  ডিশেম্ভর।
মুজিব মানে?
বাংলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে, বঙ্গবন্ধু উপাধী পাওয়া এক মহান নেতা।
মুজিব মানে?
বাঙ্গালীদের জাতির পিতা।
মুজিব মানে?
স্বদেশ প্রত্যাবর্তন করে বাংলার, মানুষের ভালবাসার অস্রুশিক্ত, জল।
মুজিব মানে?
আমাদের স্বাধীন দেশের প্রথম রাষ্ট নায়ক।
মুজিব মানে?
কুচক্রিদের নীল নকসার স্বীকারে, ১৫ই আগষ্ট কালো রাতে স্বপরিবারে জীবন উৎসর্গ করা নেতা।
মুজিব মানে?
ছোট অবুজ শিশু, শেখ রাসেলের আত্মচিৎকার, আমাকে মের না, আমাকে মের না,আমাকে বাঁচতে দাও।
মুজিব মানে?
তারই উত্তরসূরি রেখে যাওয়া, সেখ হাসিনা, সেখ রেহানাসহ সকল বাঙ্গালীর চোখের কান্না।
মুজিব মানে?
শোকাবহ ১৫ ই আগষ্ঠ।
মুজিব মানে?
সেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি নির্বাচিত হওয়া।
মুজিব মানে?
সেখ হাসিনার নেতৃত্বে সৈরাচারী সরকারের পতন ঘটানো।
মুজিব মানে? 
সেখ হাসিনা জননেত্রী উপাধীতে ভুষিত হয়ে বাংলাদের প্রধান মন্ত্রী হওয়া।
মুজিব মানে? 
সেখ হাসিনা ওয়ান ইলেভেনের লীল নকসায় স্বীকারে কারাবরন করা।
মুজিব মানে?
পুনরায় সেখ হাসিনা আবারও প্রধান মন্ত্রী।
মুজিব মানে? 
মমতাময়ী সেখ হাসিনা উন্নয়নের রোল মডেল।
মুজিব মানে?
একটি আদর্শের নাম।
মুজিব মানে?
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big