Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রূপসায় ৪৪ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষন শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত




নাহিদ জামান রূপসা উপজেলা প্রতিনিধিঃ
 রূপসা উপজেলার তরুনদের, মাদকের ছোবল থেকে দুরে রাখতে,  ফুটবলে তরুনদের মাঠে আসার উৎসাহ যোগাতে এবং রূপসা উপজেলার ফুটবলের সোনালী অতীত কে ফিরিয়ে আনার লক্ষে নতুন নতুন ফুটবলার সৃষ্টি করার জন্য উপজেলা সদরে অবস্থিত ঐতিয্যবাহী শহীদ মুনছুর স্মৃতিক্রীড়া সংসদের সভাপতি আহমেদুল কবির চাইনিজ এর প্রচেষ্টায়  ৪৪  দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষনের সমাপ্তি, সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।  সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়ার রূপসার কৃতি সন্তান শাহিন,  ভাষানীর,  এবং প্রশান্ত খেলোয়ারদের প্রশিক্ষন দিয়ে নতুন খেলোার সৃষ্টিতে সহযোগিতা করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলার নির্বাহী কর্মকতা নাসরিন আক্তার, সমাজ সেবক, টিএসবি ইউনিয়ন পরিষদের মেম্বর আওরঙ্গজেব সর্ন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে বক্তৃতা করেন, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল হক বাবু, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল কুদ্দুস বড় মিয়া, কাজদিয়া বাজার বনিক সমিতির সভাপতি এবং প্রশিক্ষন কমিটির সদস্য সচিব জুলফিকার আলী,সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সোহেল জোনায়েদ, প্রফেসার শেখ মারুফ হোসেন, রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার খান, সৈয়দ মুকুল, সাবেক মেম্বর ও সমাজ সেবক সাজ্জাত সর্দার, বিশিষ্ট ব্যাবসায়ী সৈয়দ মাহামুদ আলী, 


কাজদিয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি   নাহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইসলাম সর্দার, মারুফ সেখ, জেলা কৃষকলীগের সম্পাদক মন্ডলির সদস্য মহাসিন পাইক, রূপসা উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ ফরিদ শেখ,মোঃ শেখ মোকছেদ আলী, প্রভাষক খান মেজবাহ উদ্দিন সেলিম, আবু আফজাল সর্দার,  ইউটিউব চ্যালেন ফাগুন বাংলার পরিচালক নাসির উদ্দিন টিটু, রেফারি এলিস আল মামুন , সমাজ সেবক মোঃ জাকির হোসেন। কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ কাদের, অনঙ্গ চট্রপাধায়, প্রমূখ। সমাপনী অনুষ্ঠানে সদ্য প্রশিক্ষন প্রাপ্ত ফুটবলারদের মধ্যে মোঃ হাছান এবং জহিরখান কে দুই দলের অধিনায়ক করে, খেলোয়ার ভাগ করে প্রিতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা ১/১ গোলে শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে জহির খান বিজয়ী হন। বিজয়ী এবং রানার্চ আপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে  দেন শহীদ মুনছুর স্মৃতি ক্রীয়া সংসদের সভপতি আহমেদুল কবির চাইনিজ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big