মামুন মোল্লা:
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন থানা আওয়ামী লীগের উদ্যোগে ফুলবাড়িগেট আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান এর সভাপতিত্বে শুক্রবার রাত ৮ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন - ২ নং কেসিসি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কেসিসি কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল,খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, খানজাহান আলী থানা ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামান হানিফ ,২নং কেসিসি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাকিল আহমেদ, জাকারিয়া রিপন,খানজাহান আলী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারা ইরানি প্রিয়া , মিঠু মুন্সি, কামাল মুন্সি, মোহন মুন্সি, নাসির উদ্দিন, নীলা নাসির, প্রমূখ।বক্তাগণ বলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা,শেখ রেহানাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। জিয়াউর রহমানের সামরিক সরকার শেখ হাসিনাকে দেশে আসতে বাধা এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসনা আমলে দেশের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে।তার এই হাত দিয়েই বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে। বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে এবং উন্নত তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার ঘোষণা দিয়েছে তিনি এবং সেই লক্ষ্যকে সামনে রেখে তার পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন করে চলেছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও দুর্নীতিকে না বলার আহ্বান জানিয়ে আলোচনা সভা শেষ হয়।
0 মন্তব্যসমূহ