নিজস্ব প্রতিবেদক ঃ দৌলতপুর মহেশ^রপাশা কালিবাড়ি বাজারে সোমবার রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে মহেশ^রপাশা কালিবাড়ি মন্দিরের পশ্চিমপাশে এস এম প্লাজায় রবিউল টেলিকমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এসময় পাশের আরো দুটি দোকানে আংশিক পুড়ে যায়। দৌলতপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ কাইমুজ্জামান জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।অগ্নিকাণ্ডে ১ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।এবং আরো ২ টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। দৌলতপুর ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌছালেও ৩ টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ।
0 মন্তব্যসমূহ