সাইফুল্লাহ তারেক ঃ ভোটকেন্দ্রে যাতে ভোটাররা নিরাপদে পৌঁছতে পারে সে জন্য আমরা নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিব। গতকাল সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ফুলতলা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান তিনি বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের তাদের দলীয় নেতাকর্মীদের। কেন্দ্রে ভোটার যতো বেশি আসবে তত বেশি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা মনে করি। এদিকে গতকাল ফুলতলা উপজেলার ৩৯ টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী । আর আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) ভোর ৪ টায় উপজেলা থেকে ফুলতলা উপজেলার ৩৯ টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে । গতকাল ৬ জানুয়ারী ভোটগ্রহণের আগের দিন সকাল সাড়ে ১০ টায় ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নিকট ব্যালট বক্স, সহ সকল উপকরন বুঝিয়ে দেন। সহকারী রিটানিং কর্মকর্তা তাসনীম জাহান বলেন সকলে যেন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে তার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে উপজেলায় ৪ জন ম্যাজিষ্টেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন এছাড়া আনসার , পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী আইনশৃংখলা বাহিনা শক্ত অবস্থানে থাকবেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সকলে প্রস্তুত থাকবেন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন মাননীয় নির্বাচন কমিশন , সে নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি । অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতাও কামনা করেন।
0 মন্তব্যসমূহ