নিজস্ব প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাবু নারায়ন চন্দ্র চন্দ খুলনা ৫ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ায় খুলনা মহানগর ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শুক্রবার সন্ধ্যায় শিরোমনিতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন। ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলীর পরিচালনায় বক্তৃতা করেন ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান রিয়াজুল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হক, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান মফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৬ নং যোগীপল ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, মাস্টার মনিলাল মন্ডল, শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম, খুলনা জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, শেখ বাশির হোসেন, শেখ মেহেদী হাসান,খান মোস্তাক আহমেদ, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা এ সময় উপস্থিত ছিলেন শেখ মিঠু, শেখ শামীম আহমেদ, শেখ হায়দার আলী,ছাত্রলীগ নেতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, মোল্লা বনি, জিসান, মান্না, রুপম, শহিদুল ইসলাম, বরকত আলী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ