Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দাউদ হায়দার বাবু দেশ সেরা প্রতিবেদক




সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
এশিয়ান টিভি’র ১১ তম বর্ষপূর্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দেশ সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের জন্য বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ প্রতিনিধি সম্মেলনে এশিয়ান টিভি’র চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ সিআইপি নিজ হাতে এ শ্রেষ্ঠ প্রতিবেদকের ক্রেস্ট তুলে দেন। এ সময় এশিয়ান টিভি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা প্রদান করায় ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সাংবাদিকতায় আগামীতেও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখবেন ফকির দাউদ হায়দার বাবু। অভিনন্দন জানানো নেতৃবৃন্দরা হলেনন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে, সিনিয়র সহ-সভাপতি আহসান টিটু, সহ-সভাপতি শেখ জুলফিকার জুয়েল,  সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক এম জাকির হোসেন, শেখ সৈয়দ আলী, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শেখ,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য  শেখ আজমল হোসেন, সদস্য এমএমসি মেহেদী, সাগর মল্লিক, মো. আজমল হোসেন, কাজী সৌরভ হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

রামপাল

5/রামপাল/feat-tab

সাম্প্রতিক

5/সাম্প্রতিক/feat-tab

বাগেরহাট

5/বাগেরহাট/feat-tab

Facebook

Search This Blog

এখানে সার্চ করুন

জাতীয়

4/জাতীয়/grid-big

রাজনীতি

6/রাজনীতি/grid-small

সংবাদ শিরোনাম


Ads

Ads

Ads

Ads

Ads

Ads

সর্বশেষ

3/recent/post-list

আন্তর্জাতিক

আন্তর্জাতিক/feat-big